মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :”এসো স্মৃতির সন্ধ্যানে, মিলি প্রীতির বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
দিনব্যাপী নানা আয়োজনে বুধবার (২ এপ্রিল)
সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ও সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) সভানেত্রী ডাঃ রোকেয়া আখতার।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রাশিদ হাসান খান, প্রধান শিক্ষক, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়, জনাব আমেনা খাতুন, প্রাক্তন প্রধান শিক্ষক,সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় সহ সকল প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।