মোঃ হারুন উর রশীদ (কালিগঞ্জ, সাতক্ষীরা) :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা তারালী ইউনিয়ন শাখাউদ্যোগে শিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল ও কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বাংলাদেশ জামায়াত ইসলামী তারালী ইউনিয়ন শাখার আমীর জনাব আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি জনাব আব্দুর রাজ্জাক সঞ্চালনা সকাল ৮.০০টা সময় তারালী পার্শ্ববর্তী এস্থান জাফরপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা হল রুমে ঈদ পুনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ,উপজেলা নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী, উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী ও কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব আরিফ বিল্লাহ সাহেব।
উক্ত মিলন মেলায় পেশাজীবী, চাকরিজীবী, শিক্ষক, সাবেক ছাত্রনেতা, ইউনিয়ন দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।উপস্থিতিতে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়।