পুলিশে নিয়োগ নিয়ে শ্যামনগরে সতর্কতামূলক মাইকিং

শ্যামনগর প্রতিনিধি: পুলিশ বাহিনীর ট্রেইনি রিক্রুটিং কনষ্টেবল পদে শতভাগ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের ঘোষনা দিয়ে মাইকিং করা হয়েছে। শনিবার সকাল থেকে সাতক্ষীরার শ্যমানগর উপজেলার ১২টি ইউনিয়নজুড়ে উক্ত প্রচারণা চালনো হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা এমন উদ্যোগ গ্রহণ করেন।

প্রচারকালে মাইকে ঘোষণা দেয়া হয় শতভাগ স্বচ্ছতা ও সততার ভিত্তিতে এবার ট্রেইনি রিক্রুটিং কনষ্টেবল পদে নিয়োগ মিলবে। আগ্রহীদের সতর্ক করে এসময় আরও বলা হয় পুলিশ বাহিনীর কোন সদস্য কিংবা বহিরাগত দালাল ও প্রতারক সুযোগ নিতে পারে। যে কারও সাথে কোন ধরনের চুৃক্তি কিংবা আর্থিক লেনদেন এড়িয়ে সরাসরি মাঠের প্রতিযোগীতায় অংশ নেয়ার আহবান জানানো হয়।

কোন প্রার্থীর লেনদেনের বিষয়ে পরবর্তীতে তথ্য মিলবে তার নিয়োগ বাতিলের ঘোষণা দিয়ে প্রচারকালে আরও বলা হয় কেউ অনৈতিক পন্থা অবলম্বনের প্রস্তাব দিলে তাৎক্ষণিক জেলা পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করে তাকে ধরিয়ে দিলে পুলিশ সুপারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
এদিকে এমন পুলিশের পক্ষ থেকে এমন ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্বচ্ছতার ভিত্তিতে টিআরসি নিয়োগ সংক্রান্ত ঘোষণায় তারা খুশি হওয়ার দাবি করেছেন। উপজেলার মথুরাপুর গ্রামের প্রভাষক আশুতোষ রায় জানান এতদিন যোকেন নিয়োগে যোগাযোগ প্রধান কাজ ছিল। পরবর্তীতে প্রধান শর্ত ছিল আর্থিক লেনদেন। কিন্তু জেলা পুলিশ সুপারের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিসহ উক্ত বাহিনীর প্রতি মানুষের আস্থা তৈরী হবে। একইসাথে যোগ্য ও দক্ষরা তাদের মেধার মুল্যায়ন ঘটিয়ে উপযুক্ত স্থানে পৌছানোর পরিবেশ তৈরী করবে বলেও তিনি মন্তব্য করেন।

এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান অসৎ পন্থায় কেউ নিয়োগ পাবে না। দলমতের উর্দ্ধে উঠে যোগ্যদের চাকুরীর সুযোগ সৃষ্টির জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে। কেউ অসদুপায় অবলম্বনসহ তার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশ সুপার বন্ধ পরিকর বলেও তিনি মন্তব্য করেন।

Check Also

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জনের পদত্যাগ

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর উপজেলা কমিটি গঠনে স্বজনপ্রীতি ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের অভিযোগ তুলে সংগঠনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।