ভোমরায় বিজিবির অভিযানে মাদকসহ যুবক আটক

সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবির অভিযানে ৩ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম মোঃ রাসেল (২০)। সে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার মোঃ সাহেব আলীর ছেলে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২/৫-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কানপাড়া নামক স্থান দিয়ে নেশাজাতীয় সিরাপ ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর ৪ এপ্রিল ২০২৫ ভোমরা বিওপি হতে নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।

এ সময়ে মোঃ রাসেলকে বাগানের মধ্যে দেখে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে তল্লাশীকালে তার পরিহিত পানজাবীর পকেটে লুকায়িত অবস্থায় ৩ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ০১টি মোবাইলসহ তাকে আটক করা হয়।

আটককৃতকে জব্দকৃত মালামালসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Check Also

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুরপাড় থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।