সাতক্ষীরায় জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ রিয়াসাত আলী,
পদ্মপুকুর (শ্যামনগর) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আসরের নামাজের পর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “গণতান্ত্রিক রাজনীতির অঙ্গনকে প্রতিহিংসার মাধ্যমে দমন করার যে অপচেষ্টা চলছে, তা কখনই সফল হবে না। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তারা দ্রুত ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।
এদিকে হামলার ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

Check Also

কেএফসিতে ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার

কুমিল্লায় কেএফসিতে ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ৪ কর্মীকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতোয়ালি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।