তালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার তালায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে সভাপতি পদে ১ জন সহ-সভাপতি পদে ২ জন ও সদস্য পদে ৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (০৮ এপ্রিল) মনোনয়ন পত্র গ্রহণের শেষ দিনে উপজেলা সমবায় অধিদপ্তর থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা। উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা সমবায় অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সভাপতি পদে আবুল কালাম বিশ^াস মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
সহ-সভাপতি পদে মোঃ আব্দুল মোমিন ও আক্তার হোসেন এবং সদস্য পদে তপন কুমার ঘোষ, আব্দুল্লাহ গোলদার, রাশিদা বেগম, মোসলেম উদ্দীন, আনোয়ারা খাতুন, মমতাজ বেগম, রেবেকা বেগম ও শাহিন বিশ^াস মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, মনোনয়ন পত্র জমাদানের তারিখ ১০ এপ্রিল, যাচাই বাছাই ১৩ এপ্রিল, মনোনয়ন পত্র প্রত্যাহার ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ৬ অঞ্চলে মোট ভোটার সংখ্যা ১৪২টি।

Check Also

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে মোসলেমা আদর্শ একাডেমীর মানববন্ধন।

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :মুসলমানদের উপর দখলদার ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।