আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে রিং বাঁধ নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আইএসপিআর জানায়, জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি সেনাবাহিনীর পক্ষ হতে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।