তরুণদের হাত ধরে সুপেয় পানি ফিরছে রইচপুরের শতাধিক পরিবারে

সাতক্ষীরা পৌরসভা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান সুপেয় পানির সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ পক্ষেপ নিয়েছে ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের তরুণেরা। আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন ও স্থানীয় উন্নয়ন সংস্থা উত্তরণ-এর সহায়তায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি প্রকল্পের ‘ইয়ুথ ইনোভেশন’ এর আওতায় সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের রইচপুর এলাকায় গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) রইচপুর গোলপাতা মসজিদ সংলগ্ন এলাকায় প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কমিউনিটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উদ্যোগটির মাধ্যমে এলাকার শতাধিক পরিবার পাবে সুপেয় পানির স্বস্তি।

সভায় যুব কমিটির সভাপতি সোহাগ হোসেন বলেন, শহরের অদূরে রইচপুর এলাকায় খাবার পানি তো দূরের কথা, দৈনন্দিন কাজে ব্যবহারের জন্যও এখন পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। পৌরসভার পানি সরবরাহ ব্যাহত হওয়ায় মানুষ বিকল্প উপায়ে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে, যা অনেক সময় স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

এ সময় বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে সাতক্ষীরার মতো উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পেয়েছে, যা ভূগর্ভস্থ পানির উপর বিরূপ প্রভাব ফেলছে। তাই সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে স্থানীয় যুবকরে নেতৃত্বে নেয়া এই প্রকল্প একটি সময়োপযোগী ও জনমুখী উদ্যোগ।

ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সহ-সভাপতি মো. হোসেন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সেভদা চিলড্রেন এর প্রকল্প সমন্বয়কারী মো. আবু বকর সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রইচপুর গোলপাতা জামে মসজিদ যুব কমিটির সভাপতি সোহাগ হোসেন, স্থানীয় নজরুল ইসলাম, আলিম সরদার, ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সাজেদুল ইসলাম, উত্তরণের তন্ময় সরকার, আব্দুল্লাহিল বাকী, জিএম চাতক, মো. আবু তাহের প্রমুখ।

Check Also

কুয়েটের বহিষ্কারাদেশ থেকে নির্দোষ শিক্ষার্থীদের অব্যহতি প্রদানের দাবি ছাত্রশিবিরের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।