নিখোঁজের ৩দিন পর মুসলিম ছাত্র উদ্ধার, উগ্রবাদী ইসকনে দিক্ষীত করার অভিযোগ পিতার

একমাত্র পুত্র মাহিমকে হিন্দু ধর্মে দীক্ষিত করে উগ্রবাদী সংগঠন ইসকনের সদস্য করার অভিযোগ তুলেছেন এক মুসলিম পিতা।নিখোঁজের তিনদিন পর ছেলেটিকে সাতক্ষীরার শ্যামনগরের রাধাগোবিন্দ মন্দির থেকে উদ্ধার করা হয়েছে। মাহিম(১৭)খুলনা পলিটেকনিক কলেজের সিভিল প্রথম বর্ষের ছাত্র। তার এই ধর্ম পরিবর্তনের পিছনে  হিন্দু প্রাইভেট শিক্ষক ও ইসকনের এক প্রভুর সরাসরি হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
  ধর্মান্তরিত ছেলেটির পিতা শেখ সিরাজুল ইসলাম (৬০) জানান, দুঃসাহসিক ঘটনাটি শ্যামনগরের প্রশাসন, শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিকরা ধামাচাপা দিতে ব্যস্ত হয়ে পড়েছে। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে এর একটা ব্যবস্থা হওয়া উচিত। শ্যামনগর  উপজেলা প্রেস ক্লাবে গিয়েও তিনি সাংবাদিক সম্মেলন করতে পারেননি। তাকে মানসিকভাবে বিধ্বস্ত করা হয়েছে।
সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগে হতভাগ্য পিতা শেখ সিরাজুল ইসলাম জানান,আমি শ্যামনগর সদরের এক সম্ভ্রান্ত মুসলিম ঘরের সন্তান।  শ্যামনগর পৌরসভার আওতাধীন ০৭ নং ওয়ার্ড নকিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং জাতীয় পর্যায়ে চ্যানেল-আই কৃষি পদক প্রাপ্ত। আমার পুত্র শেখ মঈনুল ইসলাম মাহিম (১৭) খুলনা পলিটেকনিক্যাল সরকারি কলেজে ১ম বর্ষে সিভিল বিভাগের ছাত্র ছিল। আমার পুত্র নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা করা কালিন সময়ে নকিপুর হরিতলা গ্রামস্থ প্রাইভেট শিক্ষক কমলেশ মন্ডলের কাছে পড়াশুনার জন্য আসা যাওয়া করত। যাওয়া আসার এক পর্যায়ে সেখানে কিছু উগ্র ধর্মীবাদী ব্যক্তিরা আমার পুত্রকে বিভিন্ন মিষ্টি কথায় ভুলিয়ে তাকে হিন্দু ধর্মে দীক্ষিত করার চেষ্টা করতে থাকে। অত:পর ধর্মীয় উগ্রবাদী কিছু ব্যক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতায় আমার পুত্রকে মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখায় এবং ইসকনের গোপন বৈঠকে আমার পুত্রকে নিয়ে যাওয়ার কাজে সহযোগিতা করে। গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত ইসকনের প্রধান কৃষ্ণ সখা আমার পুত্রকে বিভিন্ন অনুষ্ঠানে বাদ্যযন্ত্র ব্যবহারে নিয়ে গিয়েছে এবং ইসকন কর্তৃক অর্থ যোগান দিয়ে আমার পুত্রকে তাদের অনুষ্ঠানে যাওয়ার আসক্ত করেছে। ইসকন কর্তৃক যে সমস্ত ধর্মীয় গ্রন্থ আছে তাহা আমার পুত্রের শয়ন কক্ষে পাওয়া গেছে। গত ইং- ০৮/০৪/২০২৫ তারিখ রাত্র ১০.৩০ ঘটিকার সময় আমার পুত্রের যোগাযোগ না থাকায় এবং তাকে সম্ভাব্য স্থানে বহু খোঁজাখুজি করে না পাওয়ায় আমি এবিষয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী ভুক্ত করি। আমার পুত্রের সহপাঠীদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে নিখোঁজ হওয়া পুত্র, ইসকনের সদস্য কৃষ্ণ সখা এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহ করলে গত ইং- ১১/০৪/২০২৫ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার সময় মুঠোফোনে কথা বললে আমার পুত্র কোথায় আছে সে ব্যাপারে তথ্যাদি জানতে চাইলে সে বলে যে, তার সঙ্গে বিগত ১ মাস পূর্বে আমার কথা হয়েছে, আমার মনে হয় সে অর্থাৎ আমার পুত্র খুলনা গল্লামারী ইসকন মন্দিরে থাকতে পারে মর্মে আশ্বস্থ  করে। এই ঘটনার পরবর্তী সময়ে অর্থাৎ ইং- ১১/০৪/২০২৫ তারিখ রাত্র ১০.০০ ঘটিকার সময় আমার পুত্র শেখ মঈনুল ইসলাম মাহিম (১৭) কে শ্যামনগরের গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে প্রবেশ পথে পাওয়া যাওয়ায় স্থানীয় লোকজন আমার পুত্রকে শোনাবোঝা করতে থাকে। আমি স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসি। আমার পরিবারের সকলের উপস্থিতিতে, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, পুলিশ প্রশাসন মাধ্যমে আমার পুত্রের ব্যাগের মধ্যে নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা, ইনকনের কিছু বই, জব মালা, পুঁথি, ডায়েরী, চন্দন, কলম, ধুতি, ইসকনের গেঞ্জি ইত্যাদি পাওয়া যায়। তখন আমি আমার পুত্রকে বাড়ীতে যাওয়ার কথা বললে সে যেতে অস্বীকৃতি জানায় এবং ইসকনের সঙ্গে থাকার সম্মতি প্রদান করে। এক পর্যায়ে শ্যামনগর থানার কর্তব্যরত অফিসার আমার পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পর আমার পুত্রের কথাবার্তার মধ্যে বিভিন্ন ধরনের অসংগতি  দেখা দেওয়ায় এবং পুত্রের হাতে ইনজেকশন পুশের দাগ থাকায় তারা আইনী প্রক্রিয়া সম্পন্ন করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আমার পুত্র শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। এই ঘটনাবলির আলোকে আমি বিশ্বাস করি যে, ইসকন মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখিয়ে এবং ষড়যন্ত্রের মাধ্যমে আমার পুত্রকে ধর্মান্তরিত করেছে এবং পুত্রকে ভারতে পাচার করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। ইতিমধ্যে জানতে পারলাম  আমার পুত্রের নামীয় পাসপোর্ট ইসকনের সদস্য কৃষ্ণ সখার ভাইপো মলয়ের কাছে সংরক্ষিত আছে।
আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আপনাদের লিখুনির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

Check Also

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।