মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরার সদরের ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত শ্রী শ্রী কালী ভৈরব মন্দির পরিদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
শনিবার (১২ এপ্রিল) রাতে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুলের নেতৃত্বে ভৈরব মন্দির পরিদর্শন করে ।
এসময় জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেছ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর ও অধ্যাপক সহিদুর রহমান , উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের পরিচালক মাওলানা আনিছুর রহমান, উপজেলা টিম সদস্য মাও আশরাফুজ্জামান খোকন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন , ধুলিহর জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম ,ব্রহ্মরাজপুর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা ওসমান গনি ও ধূলিহর সেক্রেটারি রবিউল ইসলাম, যুব জামায়াতের ধুলিহর সভাপতি মাও আব্দুল করিন, জামায়াত নেতা মাওলানা মনিরুল ইসলাম ফারুকীসহ অন্যান্য নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
এসময় তিনি পুরোহিতের সঙ্গে দেখা করেন এবং খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল বলেন, সাতক্ষীরার মানুষ শান্তি প্রিয়। এখানে জামায়াত, বিএনপিসহ বিভিন্ন দলের অনুসারীরা বসবাস করে। এ জেলাশহরে সংঘাত খুব কম হয়।
তিনি বলেন, জামায়াত ইসলামী সব সময় সাধারণ মানুষের পাশে থাকে। আমরা কোনো অন্যায় ও অত্যাচার সহ্য করি না। জামায়াত আমীরের কেন্দ্রীয় নির্দেশনা হলো হিন্দু ভাইদের সব সময় পাশে থাকা।