রাজধানী থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরায় উদ্ধার

ঢাকার মগবাজার এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলামকে (১৭) উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরার নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকান থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন জানান, রামপুরা থানার ম্যাসেজ পেয়ে সদর থানার একটি টিম ভোর রাতে নিউমার্কেট এলাকা থেকে আরেফিন কামরুল ইসলামকে উদ্ধার করে। তাকে সাতক্ষীরা সদর থানার নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, সাতক্ষীরা সদর থানা পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকা আরেফিন কামরুল ইসলাম জানায়, সে ঢাকার খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে সে রামপুরার বাসা থেকে ল্যাপটপ মেরামতের উদ্দেশ্যে রমজান নামক বাসে এ্যালিফ্যান্ট রোডের একটি দোকানে যাচ্ছিল। ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন ও হত্যাযজ্ঞের কারণে মিছিলকে ঘিরে যানজট সৃষ্টি হওয়ায় বিকাল সাড়ে ৫টার দিকে মগবাজার ফ্লাইওভার নামক স্থানে সে বাস থেকে নেমে সামনে হাঁটতে শুরু করে। এসময় এক ব্যক্তি তাকে পিছন দিক থেকে ডাক দেয়। পিছন দিকে ফিরতেই সে কতিপয় ব্যক্তি তাকে কয়েকবার ঘাড়ে আঘাত করে। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে দুর্বৃত্তরা তাকে একটি গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করে। তার কাছে থাকা ল্যাপটপ ও বাটন ফোনটি নিয়ে নেয়। একটি ঘরে তাকে আটকে রেখে তার হাত ও পা টেপ দিয়ে বেঁধে ফেলে। দুর্বৃত্তরা তাকে ঘরের মধ্যে রেখে চলে যায়। একপর্যায়ে সে একটি ভাঙা টিন দিয়ে হাতের ও পায়ের বাঁধন কেটে ফেলে চশমার একটি লেন্স খুলে হাতে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তাকে যাতে দুবৃত্তরা চিনতে না পারে সেজন্য সে গায়ে কাদা মাটি মাখে। কয়েক ঘন্টা পায়ে হেঁটে সাতক্ষীরার নিউমার্কেট এলাকায় একটি চায়ের দোকানে যায়। সেখান থেকে সে তার বাবা হারুণ-অর-রশিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে। শনিবার ভোরে পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায়।

আরেফিন কামরুল ইসলামের বাবা হারুণ-অর-রশিদ জানান, ছেলে নিখোঁজ হওয়ার পর তিনি বৃহষ্পতিবার রাতে রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তার ছেলেকে অপহরণ করে দুর্বৃত্তরা। টাকা না দিলে ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়। ছেলেকে ছাড়াতে তিনি মেয়ের মাধ্যমে চার দফায় ২৬ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় তিনি পুলিশের শরণাপন্ন হন। ডেমরা, রামপুরা ও নারায়ানগঞ্জের পুলিশ যৌথভাবে নারায়ণগঞ্জের কয়েক জায়গায় অভিযান চালায়। শনিবার ভোরে ছেলের ফোন পেয়ে তিনি সাতক্ষীরা সদর থানাকে অবহিত করেন। পরে তিনি সাতক্ষীরায় আসেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, ভিকটিম আরেফিন কামরুলকে নিয়ে আসার জন্য পুলিশ সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ চিরুনি অভিযান অব্যহত রেখেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ৫ লাখটাকা মুক্তিপণের দাবিতে বৃহস্পতিবার বিকেলে অপহরণ করা হয় খিলগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলাম। পরে তাকে ফিরে পেতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৬ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু এতেও তার ছেলেকে ফিরে পেতে ব্যর্থ হয়ে রামপুরা থানায় একটি জিডি করেন পূর্ব রামপুরা সালামবাগ মসজিদ এলাকার অস্থায়ী বাসিন্দা ও বরগুনা জেলার বেতাগী উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ব্যবসায়ী হারুণ-অর-রশিদ।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উদ্ধারকৃত এসএসসি পরীক্ষাথী আরেফিন কামরুল ইসলামকে তার বাবার হারুণ-অর-রশিদ এর কাছে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন।

Check Also

পাটকেলঘাটায় বাস চাপায় পিষ্ট হয়ে মা ও ছেলে নিহত, আহত ২

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা ও তার শিশু সন্তান নিহত ও মোটরসাইকেল চালক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।