মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২য় কেন্দ্রীয় সভাপতি শহীদ কামারুজ্জামানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) সাতক্ষীরা জেলার মুন্সিপাড়াস্থ অবস্থিত আল আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে সকাল ১০: ৩০ মিনিটে ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ নোমান হোসেন নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ ইমামুল ইসলাম।
প্রধান অতিথি নোমান হোসেন নয়ন বলেন, শহীদ কামরুজ্জামান একটি ইতিহাস এবং প্রেরণার বাতিঘর। তিনি তার জীবন বিলিয়ে দেওয়ার মাধ্যমে এটা প্রমাণ করে গেছেন যে, মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। তিনি হাসিমুখে ফাঁসির রশিকে বরণ করে নিয়েছিলেন।
তিনি ইসলামী আন্দোলনের সকল কর্মীদেরকে শহীদ কামরুজ্জামান ,শহীদ আমিনুর রহমান সহ সকল শহীদদের জীবনী থেকে শিক্ষা নিয়ে জিহাদের প্রেরণা বুকে ধারণ করার মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করার প্রাণবন্ত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন , কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ নোমান হোসেন নয়ন।
