কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া যায় চিঠিও। এবারও মিলছে এমন নানা ধরনের চিঠি।
নাম-পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তির চিঠিতে লেখা রয়েছে- ‘হে আল্লাহ আমি বাংলাদেশ জামায়াতে ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। হে আল্লাহ আমার দোয়া কবুল কর। এটাই আমাদের মুসলিমদের চাওয়া, জামায়াতে ইসলাম, আমিন।’
শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় পাগলা মসজিদের ৯টি দানবাক্স ও ২টি ট্রাঙ্ক খোলা হয়। এসময় সেনাবাহিনী, পুলিশ, এপিপিএন ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
এর আগেও এমন বেশি কিছু চিরকুট পাওয়া গেছে পাগলা মসজিদের দান সিন্দুকে। কখনো প্রেমিকা জীবনসঙ্গীকে পেতে চিঠি লিখেন। মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষা প্রকাশ পায় সেসব চিঠিতে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।