শহর প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭:৩০ মিনিটে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় যুক্ত হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল চত্বরে শেষ হয়। নবারণ উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সিনিয়ার সহকারী শিক্ষক তৈবুর রহমান, নাজমুল লায়লা, শামীম পারভেজ, কবির আহমেদসহ নবারণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
