সাতক্ষীরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১২ বিঘা খাসজমি উদ্ধার

সাতক্ষীরার আলীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রভাবশালীদের দখলে থাকা ১২ বিঘা সরকারি খাসজমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল দিনভর আলীপুরে অভিযান চালিয়ে সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওই জমি উদ্ধার করে।

দীর্ঘদিন ওই জমি নিজেদের দখলে রেখে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিলেন আলীপুরের বাসিন্দা আবদুস সবুর ও তাঁর ভাই আবদুর রউফ। আবদুস সবুর সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি এবং আবদুর রউফ জেলা বিএনপির সাবেক নেতা ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, তাঁদের কাছে তথ্য আসে, জেলার অনেক খাসজমি দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যক্তি দখলে রেখে ভোগদখল করছেন। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলামকে জেলার কোথায় কোথায় খাসজমি আছে এবং জমিগুলো কী অবস্থায় আছে, তার তালিকা প্রস্তুত করতে বলা হয়। পাশাপাশি সওজ ও পাউবোকে একই দায়িত্ব দেওয়া হয়। এরই অংশ হিসেবে সাতক্ষীরার আলীপুরের আবদুস সবুর ও তাঁর ভাই আবদুর রউফের দখলে থাকা ১২ বিঘা জমি উদ্ধার করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, জমিগুলো সওজ ও পাউবোর। এসব খাসজমি অবৈধভাবে ভরাট করে ট্রাক টার্মিনাল ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। আজ সেখানে অভিযান চালিয়ে সবকিছু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এভাবে ধীরে ধীরে জেলার সব খাসজমি যেগুলো অবৈধভাবে দখলে আছে, সেগুলো উদ্ধার করা হবে। তাঁরা অভিযান শুরু করেছেন। তাঁদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আছেন। তিনি সবার সহযোগিতা চেয়ে বলেন, সাতক্ষীরার এক খণ্ড সরকারি জমি যাতে কোনোভাবে প্রভাবশালী বা দখলকারীর হাতে না থাকে, সে লক্ষ্যে তাঁরা কাজ করে যাচ্ছেন।

সরকারি খাসজমি উদ্ধার ও উচ্ছেদ অভিযানে সাতক্ষীরা সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাবিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতিশ কুমার সরকার, আরডিসি পলাশ আহমেদ, সওজের নির্বাহী প্রকৌশলী গোলাম সরোয়ার, পাউবোর নির্বাহী প্রকৌশলী সালাহ উদ্দীনসহ পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

Check Also

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি পরীক্ষায় অংশ নিলেন উপদেষ্টা আসিফ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পরীক্ষায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।