নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।।
একুশে টেলিভিশনের ২৫তম’ প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা সদর হাসপাতালে শতাধিক রোগীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে সদর হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত থেকে রোগীদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা এবং একুশে টিভির সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মেনে। এসময় সাংবাদিক রুহুল কুদ্দুস, মোঃ জিল্লুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী পেয়ে হাসপাতলে ভর্তি রোগীর স্বজন অনামিকা ঘোষ সন্তোষ প্রকাশ করে একুশে টিভিকে ধন্যবাদ জানিয়ে বলেন, একুশে টিভির এই মানবিক উদ্যোগ আমাদের মন ছুঁয়ে গেছে। তিনি একুশে টিভির সাতক্ষীরা প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়ে এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এর আগে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের অডিটোরিয়ামে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, অধ্যক্ষ আশেকে এলাহী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাংবাদিক আবু সাইদ বিশ্বাস, আব্দুল ওয়ারেশ খান চৌধুরী প্রমুখ।