ফিরোজ হোসেন , সাতক্ষীরা:
সাতক্ষীরায় প্রায় ২৩ লাখ টাকা মূ্ল্যের ৯০ টি হীরার নাকফুল আটক করেছে বিজিবি। সোমবার (১৪ এপ্রিল) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ওই হীরার নাকফুলগুলো আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ সাতক্ষীরা সদর থানাধীন শ্রীরামপুর ব্রীজ এলাকা দিয়ে হীরার গহনা ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আসবে। এ সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে ভোমরা বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে চোরাকারবারীর ফেলে যাওয়া প্যাকেট এর মধ্য হতে ৯০ টি হীরার নাকফুল জব্দ করে।
বিজিবি অধিনায়ক জানান, এ অভিযানে আটককৃত ৯০ টি হীরার নাকফুলের সর্বমোট মূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা। জব্দকৃত হীরার নাকফুলগুলো যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।