মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র আঁকা সুইডেনের সেই শিল্পী দুর্ঘটনায় নিহত

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ অফিসারসহ কুখ্যাত ওই কার্টুনিস্ট নিহত হয়েছেন। এতে ট্রাকচালকও আহত হয়েছেন। খবর বিবিসির।
উল্লেখ্য, মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র আঁকার পর সারা বিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানান ধর্মপ্রাণ মুসলিমরা। এর পর তখনকার ডাচ প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেল্ডট ক্ষুব্ধ হন এবং পরিস্থিতি সামাল দিতে তিনি ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন।
এর পরই কার্টুনিস্ট লার্স ভিকসকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করে ইরাকের আল কায়েদা। তখন থেকেই পুলিশি নিরাপত্তায় চলাচল করতেন ৭৫ বছর বয়সি লার্স ভিকস।
২০০৭ সালে তিনি সুইডেনে মহানবীর (সা.) যে ব্যঙ্গচিত্র এঁকেছিল, তা এক বছর পর আবার ডেনমার্কের একটি খবরের কাগজ প্রকাশ করে।
উল্লেখ্য, ২০১৫ সালে কোপেনহেগেনে এক মুক্ত বিতর্কে অংশ নিয়েছিল লার্স ভিকস। সেখানে বন্দুকযুদ্ধ পর্যন্ত হয়েছিল। ওই হামলায় এক চলচ্চিত্র পরিচালক নিহত হয়েছিলেন।

Please follow and like us:

Check Also

রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ জন নিহত

ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে ওই পরিবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।