চীনের গুয়াংশিতে ১৩৩ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

চীনের গুয়াংশি প্রদেশে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে বলে চীনা গণমাধ্যম খবর দিচ্ছে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এই বিমানটিতে ১৩৩ জন যাত্রী ছিল। হতাহতের বিস্তারিত এখনো জানা যায়নি।

বোয়িং ৭৩৭ মডেলের এই বিমানটি একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হলে বনভূমিতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় বলে দেশটির জাতীয় গণমাধ্যম খবর দিচ্ছে। ফ্লাইট এমইউ৫৭৩৫ গুয়াংঝুর পথে ছিল এবং স্থানীয় সময় দুপুর সোয়া একটায় এটির কুনমিং ত্যাগ করার কথা ছিল।

সিসিটিভি-র খবরে বলা হচ্ছে ওই এলাকায় উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়েছে। বিমানটি উঝু প্রদেশের টেং কাউন্টির কাছে বিধ্বস্ত হয়। গুয়াংঝুর পার্শ্ববর্তী একটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংশি।

ফ্লাইটরেডার ২৪-এর মত বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোতে বিমানটির অবস্থান দেখাচ্ছে ‘অজানা’। সূত্র: বিবিসি।

Please follow and like us:

Check Also

নিঃস্ব সাতক্ষীরার হাজার হাজার মানুষ: ভূক্তভোগীরা জানতে চান, এভাবে চলবে আর কতদিন?

উপকূলের ভয়ংক্তার মে আবু সাইদ বিশ্বাস: সাতক্ষীরা: উপকূলের ভয়ংক্তার মে। মে মাস মানেই উপকূল বাসীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।