কালীগঞ্জের পল্লীতে দুই শিশু সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, সাহায্যের আবেদন

কালীগঞ্জের পল্লীতে হত দরিদ্র শেখ শাহিনের দুই পুত্র শিশু সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, সাহায্যের আবেদন

মোঃ হারুন উর রশিদ,
কালীগঞ্জের পল্লীতে একই পরিবারের দুই শিশু সন্তান থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত হওয়ায় আর্থিক সমস্যার কারণে চিকিৎসার অভাবে পরিবারটি মানবতার জীবনযাপন করছে। জানা গেছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের তেঘোরিয়া গ্রামের শেখ শাহিন হোসেনের বড় ছেলে মাহফুজুর রহমান ( ৭) ও ছোট ছেলে মোস্তাফিজুর রহমান ( ৪) জন্মের ছয় মাসের পর থেকে দুই শিশু সন্তান তারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে। বড় ছেলে মাহফুজুর রহমানকে প্রতি মাসে তিনবার রক্ত দিতে হয় এবং ছোট ছেলে কে প্রতি মাসে একবার রক্ত দিতে হয়। গরিব পিতা-মাতার পক্ষে তাদের দুই সন্তানের শরীরে রক্ত দিতে অনেক টাকার প্রয়োজন হয়। অন্যদিকে অর্থের অভাবে দুই সন্তানকে ভালোভাবে চিকিৎসা করাতে পারছে না। শেখ শাহিন জানায় তাদের সামান্য একটু ভিটেবাড়ি ছাড়া কোন জমি জায়গা নেই, সে ঢাকা বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে চুক্তিভিত্তিক পিয়ন এর চাকরি করে, মাসে ৭০০০ টাকা বেতন পায়। এবং পার্টটাইম অন্যান্য কাজ করে সীমিত অর্থ উপার্জন করে থাকে। প্রতিমাসের দুই সন্তানের রক্ত কিনতে প্রায় সাড়ে সাত হাজার টাকা খরচ হয়, ফলে তাদের দুই সন্তানের শরীরে রক্ত দিতে এবং সংসার চালানো খুবই কষ্টের মধ্যে দিয়ে করতে হয়। সম্প্রতি বড় ছেলে মাহফুজুর রহমান সময়মত রক্ত দিতে না পারায় এবং চিকিৎসার অভাবে সে অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসকরা জানিয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। গরিব পিতা মাতার পক্ষে দুই সন্তানের চিকিৎসা এবং রক্তের জন্য অসহায় হতদরিদ্র পিতা শেখ শাহীন ও মাতা মর্জিনা খাতুন সরকারি সাহায্য সহ সমাজের দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছে। সাহায্য পাঠানোর ঠিকানা শেখ শাহীন গ্রাম তেঘরিয়া, উপজেলা কালিগঞ্জ, জেলা সাতক্ষীরা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সঞ্চয়ী নম্বর ০২২ ৪১২২ ০০০০১৬৩৭। মোবাইল নম্বর ০১৯২৮১০৪০৪২, আত্মিক সহযোগিতা পেলে শাহিনের পরিবারের দুই শিশু সন্তানের প্রতিমাসে রক্ত দেওয়া সহ তাদের চিকিৎসা খরচ করতে সক্ষম হবে।

Please follow and like us:

Check Also

কালিগঞ্জের এস.এস.সি পরিক্ষা ২০২৪ এর ফলাফলের শ্রেষ্ঠত্বের মুকুট বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের

সাদী হাসান, নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার আওতাধীন বরেয়া মিলনী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।