দূর্যোগ ব্যবস্থাপনা  বিষয়ক ৪ দিনব্যাপী কর্মশালার সমাপনী 

শহর প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সহযোগিতায় ৪ দিনব্যাপী ইভিসি  কার্যক্রম বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৪ মে) সকাল ৯ টায় কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপকূলীয় শহরভিত্তিক জলবায়ু ঝুকি হ্রাস প্রজেক্ট ( কো-চ্যাপ) এর আওতায় সমাপনী অনুষ্ঠানে  পৌর ৮ নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাউন্সিলর শফিকুল আলম বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রস সোসাইটির প্রকল্প কর্মকর্তা জাকিয়া আক্তার। এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, মো. আজগর আলী, এনজিও প্রতিনিধি মো. রবিউল ইসলাম, হাসনাহেনা, মাজেদ খান, গণমাধ্যমকর্মী মো. মাসুদ আলীসহ রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে অত্র ওয়ার্ডের বিভিন্ন সমস্যা চিহ্নিত করণ ও তার প্রতিকার বিষয়ে আলোচনা  হয়।
Please follow and like us:

Check Also

গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে সাতক্ষীরায় ‘শহীদী মার্চ’  পালিত

সাতক্ষীরা প্রতিনিধি: কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে ‘শহীদী মার্চ’ পালিত হয়েছে সাতক্ষীরায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে শহীদী মার্চের কর্মসূচি পালন করে। সমাবেশে সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘‘শহীদ শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।