সাতক্ষীরার তিন উপজেলাতে ভোটগ্রহণ শুরু: অলস পড়ে আছে কেন্দ্র গুলো

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

এ দফায় সাতক্ষীরার দেবহাটা, আশাশুনি ও তালা উপজেলায় নির্বাচন হচ্ছে। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ি, তিনটি উপজেলায় চেয়ারম্যান
পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর দ্বিতীয় ধাপের নির্বাচনে দেবহাটা উপজেলা থেকে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন
করে প্রার্থী। এরমধ্যে দেবহাটা উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ১১ হাজার ৫২৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৫৫ ও মহিলা ভোটার রয়েছে ৫৫ হাজার
৪৭১ জন। আর হিজড়া সম্প্রদায়ের ভোটার রয়েছে একজন।

এদিকে, আশাশুনি উপজেলায় ভোটার রয়েছে ২ লাখ ৩৯ হাজার ২১০ জন। এর মধ্যে পুুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৯৭৯, নারী ভোটার রয়েছে ১ লাখ ১৭
হাজার ২৩০ ও হিজড়া সম্প্রদায়ের ভোটার রয়েছে একজন। এই উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস
চেয়ারম্যান পদে চারজনসহ মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে, তালা উপজেলা পরিষদের তিনটি পদে লড়ছেন ১৫ প্রার্থী। এখানে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস
চেয়ারম্যান পদে জন। এরমধ্যে তালা উপজেলার ১২টি ইউনিয়নে ভোটার রয়েছে

২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন। এতে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার রয়েছে ১ লাখ ৩২ হাজার ৫২ ও হিজড়া সম্প্রদায়ের একজন।

 

Please follow and like us:

Check Also

গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে সাতক্ষীরায় ‘শহীদী মার্চ’  পালিত

সাতক্ষীরা প্রতিনিধি: কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে ‘শহীদী মার্চ’ পালিত হয়েছে সাতক্ষীরায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে শহীদী মার্চের কর্মসূচি পালন করে। সমাবেশে সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘‘শহীদ শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।