পাইকগাছায় যুবক ও নারীর ঝুলান্ত মরদেহ উদ্ধার!

বি.সরকার। পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।পাইকগাছায় দুই জনের গলায় রশিপেচানো ঝুলান্ত মরদেহ পৃথক স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। সাকিব সরদার (২১) ও মালতি সানা(৬০) নামে বুধবার রাতে ও বৃহষ্পতিবার দুপুর মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিজ বাড়ির আড়ার সাথে সাকিব বৃহস্পতিবার সাড়ে ১২ টায় ও বুধবার রাত সাড়ে ১১ টায় বাড়ির পাশে কেওড়া গাছে ঝুলে থাকা অবস্থায় মালতি-কে উদ্ধার করে পুলিশ। মরদেহের সুরত হাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। জানাগেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামের জাফর গাজীর ছেলে সাকিব সরদার বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে নিজ বাড়িতে গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করে। কি কারণে আত্নহত্যা করেছে এখনো জনা যায়নি।
অপর দিকে উপজেলার লস্কর ইউনিয়নে লস্কর গ্রামের বাইনতলা গেট সংলগ্ন গোষ্ট বিহারীর স্ত্রী মালতি সানা (৬০) গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করে। এলাকাবাসী বলছে, ছেলে মিলনের সাথে মনোমালিন্য হওয়ায় অভিমান করে সে আত্নহত্যা করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, মরদেহে দুটির সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে।

Check Also

ভারতে আটক থাকা ৫ বাংলাদেশি নাগরিকের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা:সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ভারতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিকের মুক্তির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।