সাতক্ষীরায় পালিয়ে যাওয়া ৪১০ বন্দী কারাগারে ফিরেছেন

সাতক্ষীরার জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার দুই দিনে ৪১০ বন্দী ফিরে এসেছেন। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে একদল বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরা কারাগারে হামলা ও ভাঙচুর করে। এ সময় সব বন্দী বের হয়ে যান।

গতকাল ভোর থেকে চলে যাওয়া আসামিদের কারাগারে ফিরে আসার জন্য কারাগার কর্তৃপক্ষ বিভিন্ন উপজেলায় মাইকিং করে। মাইকিং শুনে গতকাল আসামিরা ফিরে আসতে শুরু করেন।

সাতক্ষীরা কারাগার সূত্রে জানা যায়, সোমবার কারাগারে ৫৯৬ বন্দী ছিলেন। এর মধ্যে ২৭ জন যাবজ্জীবনপ্রাপ্ত কয়েদি ও দুজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত।

প্রত্যক্ষদর্শী জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কয়েক হাজার জনতা এক হয়ে সাতক্ষীরা কারাগারে পাঁচিলের ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন। পরে কারাগারের প্রথম ফটক ভেঙে ভেতরে ঢুকে সেল ও সাধারণ ওয়ার্ড ভেঙে বন্দীদের বের করে নিয়ে যান। পরে টিকিট কাউন্টার, ক্যানটিন, ওয়াচ টাওয়ার ও ভবনের জানালা ভাঙচুর করা হয়। পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। গুদাম থেকে চাল, ডাল ও অন্যান্য খাবার সব লুট করা হয়।

কলারোয়া কেড়াগাছি গ্রামের আশরাফ হোসেন বলেন, তাঁরা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। সোমবার সন্ধ্যায় একদল লোক এসে তাঁদের কারাগার থেকে বের হয়ে যেতে বললে তিনি বের হয়ে যান। কারা কর্তৃপক্ষের মাইকিং শুনে তিনি আবার ফিরে এসেছেন কারাগারে।

সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বলেন, কারাগারে ৫৯৬ বন্দী ছিলেন। এর মধ্যে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ৪১০ বন্দী কারাগারে ফিরে এসেছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মধ্যে পাঁচজন ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দুজনের কেউ ফিরে আসেননি।

Check Also

জামায়াতের সেক্রেটারী জেনারেলের আগমন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

জামায়াতে ইসলামীর তালা উপজেলার কর্মী সম্মেলনে লক্ষাধীক লোকের সমাগম হবে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াত নেতৃবৃন্দ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।