আজহারুল ইসলামঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন- সময আর বাকি বেশী নেই, অল্প কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জামায়াতের প্রত্যেক নেতা কর্মীকে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আয়োজনে বিকাল ৪ টায় সুজনশাহ বালিকা বিদ্যালয়ে বিশাল কর্মী সমাবেশ উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় ও উপজেলা আমীর মাওঃ মফিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল,
কেন্দ্রীয় কর্ম ও শুরা পরিষদের অন্যতম সদস্য ও জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি ডাঃ মাহমুদুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়াত আলী। এছাড়া বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওঃ মাসুম বিল্লাহ, মাওঃ কবিরুল ইসলাম, শ্রমিক নেতা মাষ্টার আমিনুর রহমান, ইসলামকাটি ইউ পি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা যুব জামায়াত সভাপতি এ্যড. মুস্তাফিজুর রহমান রিন্টু,পাটকেলঘাটা থানা শিবির সভাপতি নাজমুল হুসাইন প্রমূখ।
Check Also
জামায়াতের সেক্রেটারী জেনারেলের আগমন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়
জামায়াতে ইসলামীর তালা উপজেলার কর্মী সম্মেলনে লক্ষাধীক লোকের সমাগম হবে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াত নেতৃবৃন্দ। …