পকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরা রেঞ্জের জেলে বাওয়ালীরা আজ রবিবার সুন্দরবনে যাচ্ছেন মাছ, কাঁকড়া আহরণ করতে। দীর্ঘ ৯০দিন সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকায় আজ সুন্দরবনের দ্বার খুলে দিলেন বন বিভাগ।
উপকূলের জেলেদের ৯০দিনে সরকারিভাবে চাল দিয়েছে ৮৬ কেজি। স্থানীয় জেলেদের প্রশ্নÑশুধুমাত্র চাল দিয়ে কি সংসার চলে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে আমাদের।
ট্রলার চালকগণ বলেন, পর্যটকবাহি ট্রলারগুলো নোনায় খেয়ে শেষ করে ফেলেছে। সমিতি থেকে ঋণের টাকা নিয়ে ট্রলার আবার নতুন করে মেরামত করেছি। আজ সুন্দরবনের দ্বার খুলে দিচ্ছেন যদি পর্যটক সুন্দরবন ভ্রমণ করতে আসে সেই পর্যটক নিয়ে সুন্দরবনে প্রবেশ করব।
বুড়িগোয়ালিনী এলাকার মৃত কালাচাঁদ গাজীর ছেলে হানিফ গাজী বলেন তিন মাস সুন্দরবনের পাশ অথবা প্রবেশ নিষেধাজ্ঞা দিয়ে আমাদের ঋণের জালে জড়িয়ে ফেলে দিয়েছেন বনবিভাগ।
গবুরা ৯নং সোরা এলাকার সাইফুল ইসলামসহ অনেকেই বলেন সাগর জেলেদের জন্য ৬৫দিন সাগরে প্রবেশ করা বন্ধ থাকে, আমাদের সাতক্ষীরা রেঞ্জে নোনা পানির এলাকায় কোন প্রকার ইলিশ মাছ থাকে না, তারপরও সুন্দরবন ৯০দিন বন্ধ রাখে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করবো আগামী বছর থেকে এই তিনমাস জুন, জুলাই ও আগস্ট সুন্দরবন খোলা রাখা হোক।
তবে সরেজমিনে উপকূলে যেয়ে দেখা যায়, জেলেরা তাদের নৌকায় জাল দড়া, হাড়ি পাতিল গুছিয়ে নিয়ে হুড়াতাড়া করে নৌকায় উঠছেন। আগে ভাগে সুন্দরবনের নির্দিষ্ট স্থানে পৌছিয়ে মাছ ও কাঁকড়া আহরণ করতে পারবে সে কারণেই অতি তাড়াতাড়ি গোছগাছ করে নিয়ে নৌকা ছেড়ে দিবেন।
তিন মাস সুন্দরবন বন্ধ থাকায় সেখানে বেশি মাছ, কাঁকড়া আহরণ করতে পারবে কিনা জেলেদের কাছে জানতে চাইলে, জেলেরা বলেন, আশা আছে বেশি মাছ কাঁকড়া পাবো,তবে জেলেরা অভিযোগ করে বলেন, তিন মাস সুন্দরবন বন্ধ থাকায় অসাধুচক্র বিষ দিয়ে সুন্দরবনের প্রতিটি খাল থেকে মাছ ধরে নিয়েছে। সেজন্য কতটুকু মাছ কাঁকড়া পাবো বনে যেয়ে জাল না পেতে বলতে পারবো না।
সুন্দরবনে মাছ কাঁকড়া আহারণে জন্য তিন মাস বন্ধ ছিল, পাশ খুলে দেওয়ার পরে জেলেরা মাছ, কাকঁড়া বেশি পাবে কিনা বন বিভাগের কাছে জানতে চাইলে বনবিভাগ বলেন, যেহেতু তিন মাস বন্ধের পরে খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন, তবে জেলেরা অনেক বেশি মাছ কাকঁড়া পাবে এটা আমরা আশাবা
Check Also
আশাশুনির শোভনালীতে ব্যক্তি মালিকের দোকান ঘরে পোস্ট অফিস চালানোর সুযোগে জবর দখলের অভিযোগ
# জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত# রিপোর্ট বাস্তবায়ন না করার অভিযোগ পোস্ট মাস্টারের বিরুদ্ধে নিজস্ব প্রতিনিধি।। …