শ্যামনগরে ক্রিকেটার ফিজের আগমণ

শ্যামনগর (সদর): বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ক্রিকেটারের নাম বাংলাদেশ দলের বোলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। শ্যামনগর উপজেলা ভূরুলিয়া ইউনিয়নে ভূরুলিয়া গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হারুনার রশিদের বাড়িতে শনিবার (৩১ আগস্ট) দুপুর ২টায় মোস্তাফিজুরের বন্ধুদের নিয়ে যান এবং সেখানে তিনি দুপুরে মধ্যহ্নভোজে অংশ নেন। জানা যায়, হারুনার রশিদ সম্পর্কে মুস্তাফিজুর রহমানের ভগ্নিপতি। সেই সূত্রে তিনি তার বাড়িতে বেড়াতে যান। এসময় ক্রিকেটার মুস্তাফিজুরকে দেখার জন্য ওই এলাকার শতশত মানুষের ঢল নামে। এতে অনেকে বেশি খুশি হন বা আনন্দ পান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এখন উজ্জ্বল এক নক্ষত্র মুস্তাফিজুর রহমান। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের ছেলে। তিনি বরেয়া জিলানী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের ব্যবসায়ী বাবা আবুল কাশেম গাজী ও মা মাহমুদা খাতুনের কনিষ্ঠ ছেলে মুস্তাফিজুর। ৬ সেপ্টেম্বর ১৯৯৫ সালে তার জন্ম। চার ভাই ও দুই বোনের সংসারে বেড়ে ওঠা মুস্তাফিজুর রহমানের। তার বড় ভাই মাহফুজার রহমান গ্রামীণফোনের টেরিটরি অফিসার হিসেবে কর্মরত আছেন। মেজ ও সেজ ভাই ঘের ব্যবসায়ী। তার ক্রিকেট খেলায় আসার পিছনে সেজ ভাই মোখলেসুর রহমানের অবদান অনেক। ক্রিকেট পরিবারে জন্ম নেওয়া মোস্তাফিজুরকে তাই আর পিছনে তাকাতে হয়নি। তিনি বিকাল ৫টার দিকে উপস্থিত সকল ভক্তদের কাছে দোয়া চেয়ে ধন্যবাদ জানিয়ে এলাকার উদ্দেশ্যে রওনা করেন।

Check Also

জামায়াতের সেক্রেটারী জেনারেলের আগমন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

জামায়াতে ইসলামীর তালা উপজেলার কর্মী সম্মেলনে লক্ষাধীক লোকের সমাগম হবে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াত নেতৃবৃন্দ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।