রুহুল কুদ্দুস, ধুলিহর প্রতিনিধি:
হযরত আবু বকর সিদ্দিক রা ইসলামীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে মাওলানা ওসমান গনি ও ভারপ্রাপ্ত উপধ্যাক্ষ মাওলানা মনিরুল ইসলাম বিলালীর দায়িত্ব বন্ঠন। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলার ধুলিহরের খাদিজাতুল কোবরা কমপ্লেক্সাধীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হযরত আবু বকর সিদ্দিক রা ইসলামীয়া কামিল মাদরাসার শিক্ষক মিলনায়তনে অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রাজ্জাক আল আজহারীর সভাপতিত্বে গর্ভনিং কমিটির এক জরুরি সভায় মওলানা ওসমান গনিকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালীকে উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব প্রধান করা হয়ে থাকে।এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র মাদরাসার গর্ভনিং কমিটির সদস্য আলহাজ্ব শহিদুল ইসলাম (বুধুসানা),আলহাজ্ব আবদুল মান্নান,শেখ শহিদুল্লাহ বাহারও সকল শিক্ষক মন্ডলী।এর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন মুফতি হাফিজুর রহমান।মাওলানা ওসমান গনি বলেন, আল্লাহ সুবাহানু ওয়া তায়ালার কাছে লক্ষ শুকরিয়া আদায় করেন এবং বলেন যে দায়িত্ব আমাকে দেওয়া হইছে সেই দায়িত্ব যেন আমি আমানতের সহিত পালন করতে পারি আপনারা দোয়া করবেন। এছাড়া সাবেক ছাত্র, বর্তমান ছাত্র ও এলাকা বাসীর মাঝে এক আনন্দ ঘন পরিবেশের সৃস্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ছাত্র বলেন, এখন মাদ্রাসায় আমরা আসতে পারব আগের প্রিন্সিপাল আমাদের নানা ভাবে হেনস্তা করত ও মাদ্রসায় গেলে শুধু টাকা চাইত আর টাকা না দিলে বাজে ব্যবহার করত।সভাপতি মহোদয় মদরাসার সাফল্য কামনা এবং সকলকে মাদরাসার উন্নয়ন ও অগ্রগতির দিকে খেয়াল রাখতে বলেন তিনি বলেন প্রতিষ্ঠান আমি করেছি তাই কি এ প্রতিষ্ঠান আপনাদের অথৎ এলাকা বাসী সহ সকলের।
Check Also
ফিংড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
হেলাল উদ্দিন,সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার …