তিস্তায় কেন পানি নেই, দেখার দায়িত্ব ভারতের : সুলতানা কামাল

ক্রাইমবার্তা রিপোট: তিস্তা নদীতে কেন পানি নেই, সেটা দেখার দায়িত্ব ভারতের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি সুলতানা কামাল। শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাপা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন সুলতানা কামাল।14
প্রধানমন্ত্রীর ভারত সফরের পরিপ্রেক্ষিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা ফারাক্কা ও গাজলডোবা বাঁধ ভেঙে দেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, তিস্তায় পানির প্রবাহ স্বাভাবিক রাখার দায়িত্ব ভারতের। আর সেটি ঠিক রেখেই তিস্তা চুক্তি করা উচিত।
সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানায় বাপা। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, রামপালে বিদ্যুৎ প্রকল্প স্থাপনে সরকারের পক্ষ থেকে যেসব যুক্তি দেওয়া হয়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই।
বাপার সহসভাপতি, মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘তিস্তা নদীতে কেন পানি নাই, সেটাও দেখার দায়িত্ব তাদের। যেহেতু এটা নিশ্চয় পানি নাই, সেটার কোনো প্রাকৃতিক কারণ আছে, পরিবেশগত কারণ আছে কিংবা যেটা আমরা জানি যে, মানবসৃষ্ট কারণ রয়েছে।’
‘সেই কারণগুলি আমাদের বিশ্লেষণ করতে হবে, সেই কারণ অপসারণ করতে হবে। কারণ তিস্তা নদীর ওপরে আমাদের যে অধিকার, যে দাবি রয়েছে, সেটা ছেড়ে দিতে আমরা রাজি নই। এটাই আমাদের মূল বক্তব্য এবং সেইভাবেই কাজটা করব এবং সুন্দরবনের ব্যাপারেও একই কথা। তারা নিজেদের দেশে কিন্তু নিজেদের অংশে সুন্দরবনে এই প্রকল্প করল না।’

Please follow and like us:

Check Also

জীবনের শেষ ছুটি নিয়েছিলেন পুলিশ সদস্য মোসলে উদ্দিন

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মো. মোসলে উদ্দিন।  তিনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।