ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ক্রাইমবার্তা রিপোট:চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ অথবা ২৭ জুন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। মন্ত্রী জানান, তবে আবহাওয়া যদি দুর্যোগপূর্ণ বা বিরূপ থাকে, সে ক্ষেত্রে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

 

 

ধর্মমন্ত্রী বলেন, ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ দেশের বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন।

মন্ত্রী আরো জানান, ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে জাতীয় পতাকা ও কালেমা খচিত পতাকা উত্তোলন করা হবে। ঈদের দিন সরকারি হাসপাতাল ও কারাগারগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুতির কাজ চলছে বলেও জানান ধর্মমন্ত্রী।

 

Please follow and like us:

Check Also

বাবা-মায়ের ঝগড়া থামাতে থানায় ৬ বছরের শিশু

 খুব সাধারণ বিষয় নিয়ে মা-বাবার মধ্যে ঝগড়া লেগে থাকত এবং সেটা নিয়মিত। ছয় বছরের শিশুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।