উপনির্বাচনে নওয়াজের স্ত্রীর জয়

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ গুরুত্বপূর্ণ একটি উপনির্বাচনে ভোটে জয়ী হয়েছেন।

পানামা পেপার্স কেলেঙ্কারিতে জড়িয়ে নওয়াজ প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ায় রোববার তার আসনে উপনির্বাচন হয়।

নির্বাচনে কুলসুমের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমরান খালের দল পিটিআইর প্রার্থী ইয়াসমিন রশীদ।

নওয়াজ শরিফের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লাহোরের এনএ-১২০ আসনে কুলসুম ৬০ হাজার ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

ইয়াসমিন পেয়েছেন ৪৮ হাজার ভোট। ২২০টি কেন্দ্রের মধ্যে রাত সাড়ে ১২টা পর্যন্ত ২০০টির ফল পাওয়া গেছে।

বাকি কেন্দ্রের ভোটে ইয়াসমিনের জয়ের সম্ভাবনা নেই। এ আসন থেকে জয়ী হয়ে নওয়াজ তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনবারই তাকে বরখাস্ত করা হয়েছে।

Please follow and like us:

Check Also

আরও ৬ দেশে ছড়িয়ে পড়েছে ইসরাইলবিরোধী বিক্ষোভ

অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ আরও দানা বাঁধছে। যুক্তরাষ্ট্রের সীমানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।