শহরের ব্যস্ততম সড়ক পাকাপোল সংলগ্ন খাল ধার থেকে ময়লা ফেলার ডাম্পিং স্টেশন ডাস্টবিন স্টেশন স্থানান্তর করে

পরিবেশ দূষণ ও দূগর্ন্ধ মুক্ত করতে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির ব্যতিক্রমধর্মী উদ্যোগ

শেখ কামরুল ইসলাম : সাতক্ষীরা শহরের ব্যস্ততম সড়ক পাকাপোল সংলগ্ন খাল ধার থেকে ময়লা ফেলার ডাম্পিং স্টেশন ডাস্টবিন স্থানান্তর করে পরিবেশ দূষণ ও দূগর্ন্ধ থেকে পৌরবাসীসহ সাধারণ মানুষদের স্বস্তি দিয়ে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। শনিবার সকালে শহরের পাকাপোল সংলগ্ন খালধারের ময়লা-আবর্জনা ফেলার ডাস্টবিনটি বন্ধ করে দেন এবং অন্যত্র ময়লা-আবর্জনা ফেলার ডাস্টবিন স্থাপন করেন। এসময় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি এ প্রতিনিধিকে বলেন, ময়লা ফেলার ডাম্পিং স্টেশন ডাস্টবিনটি স্থানান্তর করে পরিবেশ দূষণ ও দূগর্ন্ধ থেকে পৌরবাসীসহ সাধারণ মানুষদের স্বস্তি দেওয়া এটা আমার নির্বাচনী ইশতেহার ছিল। আমি দীর্ঘ দেড় বছর ধরে নতুন ডাম্পিং স্টেশন ডাস্টবিন করার জায়গা খুজতেছিলাম। আজ এ কাজটি করে আমি খুব খুশি ও আনন্দিত। আমি পৌরসভাকে সকলের জন্য পরিবেশ দূষণ ও দূগর্ন্ধ মুক্ত করে সকলের আবাসযোগ্য এবং নান্দনিক শহর তৈরীতে পৌরবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন। শহরের খালধারে আজ থেকে পৌরসভার নাগরিক বৃন্দের সুবিধার্তে এই ডাস্টবিনে ময়লা আবর্জনা না ফেলা এবং শহরের নির্দিষ্ট স্থানের ডাস্টবিনে ময়লা ফেলার অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুস সাত্তার, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কামরুল ইসলাম ফারুক, মশিউর রহমান বাবু, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মো. শফিকুল আলম বাবু, আলতাফ হোসেন, আবিদুর রহমান ও পৌরসভার পরিচ্ছর্ন্ন কর্মী ইদ্রিস আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরা বিসিক মোড়ে সার্জেন্ট অনিমেষের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শেখ আল জাবীর: (নগরঘাটা ইউনিয়ন প্রতিনিধি) সাতক্ষীরা খুলনা মহাসড়কের বিনেরপোতা বিসিক শিল্প নগরী এলাকায় ট্রাফিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।