শ্যামনগরের প্রাণকেন্দ্রে শেখ রাসেল স্কয়ার নির্মিত

মোস্তফা কামাল,শ্যামনগর(সাতক্ষীরাঃ শ্যামনগরের প্রাণকেন্দ্রে কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দৃষ্টি নন্দন শেখ রাসেল স্কয়ার। শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ এস, এম, জহুরুল হায়দার বাবু(বিশেষ পিপি) বলেন, নিজস্ব অর্থায়নে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কণিষ্ঠ পুত্র শেখ রাসেল ও তাদের পরিবার সম্পর্কে যুগ যুগান্তর ধরে ভবিষ্যৎ বংশধর সঠিক ইতিহাস জানাতে শেখ রাসেল স্কয়ার নির্মাণ করা হয়েছে। কয়েক মাস ধরে চিন্তা চেতনা বাস্তবে রুপ দিল রোকন বুক ডিপো সংলগ্ন নকিপুর হাট-বাজারের প্রাণ কেন্দ্রে শেখ রাসেল স্কয়ার টি শ্বেত পাথরে শেখ রাসেল ছবি খচিত,উন্নত মানের টাইলস্ ও দৃষ্ঠি নন্দিত লোহার গ্রিল ব্যাষ্ঠিত। প্রত্যহ শেখ রাসেল স্কয়ার টি দেখে শত শত ছাত্র ছাত্রীরা ও হাজার হাজার লোকের যাতায়াতের সময় নজর কেড়েছে। অবসর সময়ে বিভিন্ন পেশার লোকজন সেখানে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কে গল্প করেন এবং বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সময় ব্যয় করেন। শেখ রাসেল সম্পর্কে জানতে বই ক্রয় করতে ভিড় লক্ষ্য করা গেছে বিভিন্ন বইয়ের দোকানে। রোকন বুক ডিপো নাম মাত্র মূল্যে বা দরিদ্র্য অসহায় গরীবদের বিনা মূল্যে শেখ রাসেল ও তাদের পরিবার সম্পর্কিত বই বিতরণ করছেন বলে জানা গেছে। সূত্রে প্রকাশ, রাসেল অর্থ আনন্দদায়ক, শেখ রাসেল ১০ বৎসর বয়সী হলেও গল্প শুনে অবিকল ভাবে গল্প বলে সবাইকে আনন্দিত করত। ১৫ আগষ্ট ১৯৭৫ সালে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের অনেকের জীবন কেড়ে নিয়েছিল ঘাতকরা। ১৮ অক্টোবর ১৯৬৪ সালে ঢাকার বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্ম নিয়ে ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ এর মেধাবী ছাত্র শেখ রাসেল সকল কে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। শেখ রাসেল এর স্মৃতিকে লালন করতে শেখ রাসেল স্কয়ার টি নির্মাণ করায় চেয়ারম্যান এ্যাডঃ এস, এম, জহুরুল হায়দার বাবু কে শ্যামনগরের বিভিন্ন পেশার লোক সাধুবাদ জানিয়েছেন।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।