নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষায় নাগরিক সমাজের করনীয় শীর্ষক আলোচনা

শেখ কামরুল ইসলাম:
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষায় নাগরিক সমাজের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠানের সহযোগিতা করেন আইন ও শালিস কেন্দ্র (আসক) টাকা ও স্বদেশ সাতক্ষীরা। স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্তের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, আইন ও শালিস কেন্দ্র ঢাকার নির্বাহি প্রধান শিখা হাফিজা, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা নুর হোসেন সজল। সংশ্লিষ্ট বিষয় প্রবন্ধ উপস্থাপন করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য এড. শাহনাজ পারভীন মিলি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাতীয় পার্টির সভাপতি শেথ আজহার হোসেন, জেলা মহিলা বিষয়ক সম্পাদক তারময়ী মুখার্জী, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, এড. এবিএম সেলিম, এড. নাজমুন নাহার ঝুমুরসহ সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও এনজিও সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বাল্য বিবাহ রোধ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মানবাধিকার রক্ষার বিষয় সহ বিভিন্ন বিষয় আলোচনা করেন।

 

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।