ঘোনায় মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি:‘মুক্তিযুদ্ধের চেতনা, হারিয়ে যেতে দেবো না’ এমনই চির উজ্জীবিত প্রত্যয়ে সদর উপজেলার ঘোনা ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আলোচনা সভা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় মোবারকের মোড়ে এক সভায় আরোচনান্তে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব ও দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা রিয়াজুল ইসলাম, স. ম. হাফিজুর রহমান পলাশ, বাবলুর রহমান বাবু।
এসময় ঘোনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার তকিম উদ্দীনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, আফতাব উদ্দীন, মুক্তিযোদ্ধা আদর আলী ঢালী, ইব্রাহিম কাজী, দুর্গাপদ বিশ্বাসসহ এলাকার সকল মুক্তিযোদ্ধার সন্তান।
এসময় বক্তারা বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যৌবনের দুর্নিবার আকর্ষণকে উপেক্ষা করে সুখি সমৃদ্ধশালী ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার বুকভরা আশা নিয়ে অংশগ্রহণ করেছিলেন মুক্তিযোদ্ধারা। ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো, শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’ এমনই স্লোগানে সেদিন আকাশ বাতাস মুখরিত করে বাংলার দামাল ছেলেরা যুদ্ধে ঝাপিয়ে পড়ে রক্তের সাগরে ডুব দিয়ে তুলে এনেছিলো লাল সবুজের পতাকা। সেই পতাকার মর্যাদা ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের সৈনিক হিসেবে তাদের সন্তানদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা কবজ হিসেবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান বক্তারা।
পরিশেষে সুন্দর পরিবেশে আততায়ীর হাতে নিহত আবুল কালাম আজাদের সন্তান আক্তারুল ইসলাম শিমুলকে সভাপতি ও তকিম উদ্দিন মিস্ত্রির ছেলে মো. শহিদ হাসানকে সহ-সভাপতি এবং মরহুম আতিয়ার রহমানের ছেলে জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক শাহজাহান কবীর।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরা সদর উপজেলার ৭নং আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি) স্বতন্ত্র প্রার্থী ৪০০০ ভোটে বিজয়ী

,,নিজস্ব প্রতিনিধি: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।