দেশে দারিদ্র ও বৈষম্য বাড়ছে না: অর্থমন্ত্রী

ক্রাইমবার্তা ডেস্করিপোট:দেশে দারিদ্র ও বৈষম্য বাড়ছে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, দেশ আগে কোথায় ছিল এখন কোথায় পৌঁছেছে। বৈষম্য যতোটা বাড়ার কথা তেমনটা বাড়ছে না।

আজ শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেট পর্যালোচনার ওপর সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটের দরুণ দেশে কোনো বৈষম্য ও দারিদ্র বাড়বে না। দারিদ্রের সংখ্যা অনেক কমে গেছে।

যারা বলছেন এ বাজেটের মাধ্যমে দারিদ্র ও বৈষম্য বাড়ছে তারা মিথ্যা বলছেন বলে অভিযোগ করেন অর্থমন্ত্রী।
মন্ত্রী বলেন, কেউ কেউ এ বাজেটকে ভুয়া বাজেট বলছে। বাজেট কীভাবে ভুয়া হয়। যারা উন্নয়নকে স্বীকার করতে চায় না, যাদের দেশপ্রেম নেই ও নির্বোধ তারাই এ বাজেটকে ভুয়া বাজেট বলছে।

তারা এ বাজেটের সমালোচনা করছে। গতকালের প্রস্তাবিত বাজেটের ওপর সাংবাদিকদের করা প্রশ্নে উত্তেজিত হয়ে তিনি বলেন, আপনাদের এসব প্রশ্ন অপ্রাসঙ্গিক। এগুলো কোনো প্রশ্নই না। কীভাবে বলছেন এটা গরীব মারার বাজেট। বৈষম্যের বাজেট। আপনারা কী বুঝেন। পরে অর্থমন্ত্রী প্রশ্নের উত্তর দেয়া থেকে বিরত থাকেন।

Check Also

সাতক্ষীরা ৩ আসনের ডাক্তার শহীদুল আলমের গণসংযোগ

মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা):বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহিদুল আলম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।