সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ অনূর্ধ্ব -১৭ এর উদ্বোধন

ক্রাইমবার্তা র্রিপোট: আককাজ : সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ অনূর্ধ্ব -১৭ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এসময় তিনি বলেন, ‘যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলা-ধূলার বিকল্প নেই। ক্রীড়াঙ্গণে এ জেলার সন্তানেরা সাতক্ষীরার সুনাম ধরে রেখেছে। ভালো খেলোয়াড় হতে হলে বেশি বেশি পরিশ্রম ও প্রশিক্ষণ নিতে হবে। একদিন এই খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় দলের খেলোয়াড় বেড়িয়ে আসবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম প্রমুখ। বেলুন ও ফেস্টুন উড়িয়ে অতিথিবৃন্দ খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় অংশ নেয় তালা উপজেলা দল বনাম দেবহাটা উপজেলা দল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজ আল-আসাদ, তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়েব হাসান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী কামরুজ্জামান প্রমুখ। খেলার রেফারীর দায়িত্ব পালন করেন আবু ওয়াহিদ, সহকারী রেফারী ছিলেন আসাদুজ্জামান আসাদ ও বাবর আলী। উদ্বোধনী খেলায় তালা উপজেলা বনাম দেবহাটা উপজেলার মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ে কোন দলই গোলের দেখা পায়নি। সেই পর্যন্ত খেলা গড়ায় ট্রাইবেকারে। তালা উপজেলা দলকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে দেবহাটা উপজেলা দল জয়লাভ করে। অপরদিকে সাতক্ষীরা স্টেডিয়ামে দ্বিতীয় খেলায় সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে শ্যামনগর উপজেলা দল জয়লাভ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা রেফারীজ এসোসিয়েশনের নব-নির্বাচিত যুগ্ম সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরা বিসিক মোড়ে সার্জেন্ট অনিমেষের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শেখ আল জাবীর: (নগরঘাটা ইউনিয়ন প্রতিনিধি) সাতক্ষীরা খুলনা মহাসড়কের বিনেরপোতা বিসিক শিল্প নগরী এলাকায় ট্রাফিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।