শুধু নিজেরা ব্যবসা করলে হবে না, সমাজের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে: মোস্তফা কামাল

অনলাইন ডেস্ক: সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, মানুষ মানুষের জন্য এবং মানুষের পাশে দাড়ানো মানুষের কর্তব্য। এজন্য শুধু নিজেরা ব্যবসা করলে হবে না। চেষ্টা করতে হবে সমাজের আরও ১০জনের কর্মসংস্থান সৃষ্টির। নিজেকে সবসময় সম্পদশালী ও সম্ভাবনাময় ভাবতে হবে। যদি স্বপ্ন থাকে তাহলে এগিয়ে যাওয়া সম্ভব।
রোববার বেলা ১১টায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশিক্ষিত উদ্যোক্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক উদ্যোক্তাদের প্রযুক্তি নির্ভর হওয়ার আহবান জানিয়ে প্রয়োজনীয় সকল সহযোগিতা করার আশ^াস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন ও প্রকল্পের প্রশিক্ষণ সমন্বয়ক রাশিদুল ইসলাম। এতে ৩০জন প্রশিক্ষিত উদ্যোক্তা অংশ নেন।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।