করোনায় মা–বাবা দুজনকেই হারালেন অভিনেতা

ক্রাইমর্বাতা ডেস্করিপোট শনিবার সকালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা মাহাদী হাসান পিয়ালের মা। ঠিক ১০ দিন আগে এই অভিনেতা করোনায় তাঁর বাবাকে হারান। মা–বাবার সংস্পর্শে থেকে এই অভিনেতা ও তাঁর বোন দুজনের শরীরে করোনার লক্ষণ কিছুটা দেখা দিলেও তাঁরা করোনা নেগেটিভ। তাঁরা এখন নিজ বাসাতেই আছেন।

কান্নাজড়িত কণ্ঠে অভিনেতা পিয়াল বলেন, ‘মূলত নিউমোনিয়ার কারণেই মায়ের এমনটা হয়েছে। মা ধকলটা সহ্য করতে পারেননি। মাকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই বেশি অসুস্থ হতে থাকেন। পরে আজ সকাল পৌনে দশটার দিকে মারা গেছেন।’

এ সময় তিনি তাঁর মা–বাবার জন্য দোয়া চান। তিনি আরও জানান, দুই সপ্তাহ আগে তাঁর বাবা করোনায় আক্রান্ত হন। তাঁকে বাসাতেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। হঠাৎ তাঁর অবস্থা খারাপ হয়ে ১৬ জুন তিনি মারা যান। তাঁর বাবার সেবা করার জন্য সার্বক্ষণিক তাঁর মা পাশে ছিলেন। যে কারণে তিনিও করোনায় আক্রান্ত হন। ১৭ জুন থেকে তাঁর মাকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মায়ের টেস্টে করোনা পজিটিভ ধরা পড়ে।অভিনেতা মাহাদী হাসান পিয়াল। ছবি সংগৃহীত।অভিনেতা মাহাদী হাসান পিয়াল। ছবি সংগৃহীত।এর আগে যোগাযোগ করা হলে শিল্পী সংঘের নেতা অভিনেতা রওনক হাসান জানান, ‘পিয়াল নিজেই সকালে ফোন দিয়ে তার মায়ের মৃত্যুর খবর দেয়। করোনায় মা–বাবা দুজনকে হারিয়ে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন পিয়াল। যেহেতু কাছে যেতে পারছি না, সে জন্য আমরা তাকে ফোনে মানসিকভাবে সাহস দেওয়ার চেষ্টা করছি। আমরা শুরু থেকে তার সঙ্গে আছি।’ এ সময় তিনি আরও বলেন, ‘তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে সবই আমরা করেছি। তার বাবা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তাঁকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। তার পরের দিন থেকে তার মায়ের শ্বাসকষ্টের সমস্যা হতে থাকে। আমরা ১৭ জুন তার মাকে সংগঠনের উদ্যোগে হাসপাতালে ভর্তি করি। পিয়াল ও তার বোনের করোনার উপসর্গ দেখা দিয়েছে। এখনই তাদের টেস্ট করা সম্ভব হচ্ছে না। তার মায়ের দাফন–কাফন সম্পন্ন হয়েছে। দু–এক দিন পরেই তাদের মানসিক অবস্থা বিবেচনা করে করোনা টেস্ট করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

Please follow and like us:

Check Also

১৬ বছর পর সাতক্ষীরায় জামায়াতের রুকন সম্মেলন

কোন গোষ্ঠী যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবেঃ আব্দুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।