পছন্দের স্থানে সমাহিত এন্ড্রু কিশোর

ক্রাইমর্বাতা ডেস্করিপোট : বাংলা গানের রাজপুত্র এন্ড্রু কিশোরের শেষকৃত্য শেষে তাকে তার পছন্দের জায়গায় সমাহিত করা হয়েছে। বুধবার সকাল পৌনে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হিমঘর থেকে শিল্পী মরদেহ প্রথমে নগরীর সিটি চার্চে নেয়া হয়। সেখানে ধর্মীয় আচার শেষে ভক্ত ও শুভাকাঙ্খীদের শ্রদ্ধা নিবেদনের সুযোগ দেয়া হয়।

সকাল পৌনে ১০টার দিকে এন্ড্রু কিশোরের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন তার ভক্তরা। তবে করোনাভাইরাসের কারণে সবকিছুই সীমিত পরিসরে এবং স্বাস্থ্যবিধি মেনে করা হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেয়া হয় নগরীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানে শিল্পীকে তার পছন্দের স্থানে সমাহিত করা হয়।

শিল্পীর বড় বোনের স্বামী ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস জানান, ‘সবার শ্রদ্ধা নিবেদনের জন্য এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে নিয়ে যাওয়ার কথা ছিল । তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি না থাকায় এবং করোনার কারণে তা আর হয়নি। সিটি চার্চে শ্রদ্ধা নিবেদনের জন্য কিছু সময় দেয়ার পর তাকে সমাহিত করা হয়।’

রাজশাহীর সার্কিট হাউস ও কেন্দ্রীয় কারাগারের পাশে খ্রীস্টিয়ান কবরস্থানে শায়িত হয়েছেন এন্ড্রু কিশোর। কবরস্থানে ঢুকেই বাম পাশের একটি স্থান তার পছন্দ। জায়গাটি তিনি আগেই দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। এই কবরস্থানেই সমাহিত হয়েছেন শিল্পীর বাবা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ এবং মা মিনু বাড়ৈ।

রাজশাহীতে জন্ম নেয়া এন্ড্রু কিশোর প্রায় ১৫ হাজার গানে কণ্ঠ দিয়েছেন। তাকে বলা হয় ‘প্লেব্যাক সম্রাট’। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পী ক্যানসারে ভুগছিলেন। গত বছরের সেপ্টেম্বর থেকে তিনি সিঙ্গাপুরে ছিলেন চিকিৎসার জন্য।

কিন্তু কেমোথেরাপি ও রেডিওথেরাপি চিকিৎসার পরও দ্বিতীয়দফায় তার দেহে ক্যানসার বাসা বাঁধে। ফলে চিকিৎসকরা হাল ছেড়ে দেন। তাই শিল্পীর ইচ্ছায় তাকে দেশে আনা হয় গত ১১ জুন। এরপর থেকে রাজশাহীতে বোনের বাসায় ছিলেন। গত ৬ জুলাই সন্ধ্যায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের এই কিংবদন্তি কণ্ঠশিল্পী।

এন্ড্রু কিশোরকে শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ রাখার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার ও রাজশাহী কলেজ চত্বরে। কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি। তাই এই সুর সম্রাটকে ভক্তদের শ্রদ্ধাতে জানানোর জন্য আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় একসঙ্গে মোমবাতি প্রজ্জ্বলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ওস্তাদ আবদুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খোকন এই কর্মসূচির কথা জানান। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় মোমবাতি প্রজ্জ্বলনের আহ্বান জানিয়েছে রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটও।

সংগঠনটির সাধারণ সম্পাদক দীলিপ কুমার ঘোষ জানান, করোনার কারণে বড় আয়োজনে এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানানোর সুযোগ নেই। তাই মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানানোর কর্মসূচি নেয়া হয়েছে। দেশবাসীকেও তিনি এই কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান।

Please follow and like us:

Check Also

“নলতায় শ্রমিক দিবস পালিত “

প্রভাষক মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা)১লা মে বিকাল পাঁচটার সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।