পাকিস্তানে মাজারে আত্মঘাতী হামলা, নিহত ৭৫

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের সিন্ধু প্রদেশে শেহয়ান শহরে একটি মাজারে আত্মঘাতী হামলায় অন্তত ৭৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১৫০ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। লাল শাহবাজ কালান্দরের মাজারে এই হামলাটি হয়। চলতি সপ্তাহে এটি পাকিস্তানে পঞ্চম সন্ত্রাসী আক্রমণ।

বৃহস্পতিবার মাগরিব নামাজের পর কালান্দর সুফি সম্প্রদায়ের বিশেষ এই সভায় উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত। প্রার্থনা শেষ হওয়ার পরে ‘ধামাল’ যখন চলছে, ঠিক তখনই ঘটে বিস্ফোরণ।
স্থানীয় তালুক হাসপাতাল কর্তৃপক্ষের সূত্র উদ্ধৃত করে পাকিস্তানি দৈনিক ‘‌ডন’‌ জানিয়েছে, অন্তত ৫০ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে। আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
ঘটনাস্থল থেকে হাসপাতালের দূরত্ব ৫০ কিলোমিটার হওয়ায় রাস্তাতেই অনেকে মারা গেছেন। প্রতি বৃহস্পতিবারই সুফি সম্প্রদায়ের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মূল গেট দিয়ে আত্মঘাতী হামলাকারী নিজের শরীরে বোমা বেঁধে ভিতরে প্রবেশ করেছিল। অনুষ্ঠান শেষে ধামাল চলাকালীন রিমোটে বোতাম টিপে বিস্ফোরণ ঘটিয়ে দেয় হামলাকারী।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহর নির্দেশ পাওয়ামাত্রই পাকিস্তান সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায়।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।