নীড়ে থাকি – বিলাল মাহিনী

ভিড়ে নয় নীড়ে থাকি
জীবনের ছবি আঁকি,
নিঃশ্বাস আর কত বাকি
আমরা তার জানি কি?

প্রাণ যায় লাখে লাখে
ধরণীর বাঁকে বাঁকে,
আক্রান্ত ঝাঁকে ঝাঁকে
মরছে প্রাণ ধুঁকে ধুঁকে।

ফুসফুস গিলে খাচ্ছে দেখো
ভয়াল ব্যাধি করোনা,
হাসপাতালে নেইকো ঠাঁই
মানুষের নেই পরোনা।

স্বাস্থ্যবিধি মানতে পারলে
কমতে পারে সংক্রমণ,
বাঁচতে পারে আপন জীবন
সুদিনের ভোর আগমন।

দেনা-পাওনা শোধোরে ভাই
দয়া করো জীবেতে
দোয়া ভালোবাসা ছাড়া
বাঁচবে কেমনে ধরাতে?

দুর্নীতি ঘুষ পাপাচার সব
ছাড়তে হবে এখনই,
মানতে হবে বিধির বিধান
করোনা যাবে তখনই।

Check Also

মানব রচিত মতবাদ মানুষের মুখে হাসি ফোটাতে পারে না : সাতক্ষীরায় জামায়াতের নাযেবে আমীর মজিবুর রহমান

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমরা অতিতে  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।