ইসি পুনর্গঠনে পাঁচ সদস্যের বাছাই কমিটি চান খালেদা জিয়া

ক্রাইমবার্তা রিপোট:নির্বাচন কমিশন-ইসি পুনর্গঠনে স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে এ পর্যন্ত জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শুক্রবার বিকেলে গুলশানের হোটেল ওয়েস্টিনে শুরু হওয়া এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া, নির্বাচন কমিশন পুনর্গঠনে বিভিন্ন সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরছেন।

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সাথে আলোচনা করে একটি পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনের আহ্বান জানান খালেদা জিয়া।

বাছাই কমিটির সদস্যদের সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের সাবেক বিচারপতি, অবসরপ্রাপ্ত সচিব, বিশ্ববিদ্যায়লের সাবেক অধ্যাপক ও দক্ষ যোগ্য নারীদের মধ্য থেকে বাছাই করার প্রস্তাব দেন তিনি।

খালেদা জিয়া বলেন, জেলা জজের মর্যাদা সম্পন্ন, ন্যূনতম ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার সম্পন্ন, সিনিয়র আইনজীবী, বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে নির্বাচন কমিশনার নিযুক্ত হবেন।

Check Also

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে ১১ পদে ৩৫ জনের মনোনয়নপত্র দাখিল

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছে প্রার্থীরা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।