এমপিও বাস্তবায়নের দাবিতে বেসরকারি কলেজ অনার্স-মার্স্টাস শিক্ষক সমিতির সম্মেলন

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মার্স্টাস শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এমপিও বাস্তবায়নে করণীয় বিষয়ক শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা সিটি কলেজের হল রুমে অনুষ্ঠিত সম্মেলন সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মার্স্টাস শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আনারুল ইসলাম। সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক আমিনুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্র্রিয় কমিটির সভাপতি নেকবর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সভাপতি গাজী মোজাম্মেল হোসেন, খুলনা জেলা সভাপতি সঞ্জয় কুমার দাস, সহ-সভাপতি অনুপ কুমার গাইন, কেন্দ্রিয় উপদেষ্টা পবিত্র কুমার মন্ডলসহ সাতক্ষীরা জেলা বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষকমন্ডলী। এসময় বক্তারা বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে জেলা সহ দেশের বেসরকারি কলেজের অনার্স-মার্স্টাস পর্যায়ের শিক্ষকরা চরম দুর্দাশার মধ্যে দিনাতিপাত করছেন। পরিবার পরিজন নিয়ে রয়েছেন আর্থিক সংকটে। কলেজ থেকে যে সামান্য সম্মনি দেওয়া হয় তা যাতায়াতেই খরচ হয়ে যায়। তবুও তারা আশা করেন জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টিতে তারা অবশ্যই এমপিও ভুক্ত হবেন। সমাজে পরিবার পরিজন নিয়ে সুস্থ্যভাবে জীবন যাপন করতে পারবেন।
বক্তারা আরো বলেন, জননেত্রীর কাছে গিয়ে কেউ খালি ফিরেছে এরকম নজির নেই। আমরা আশা রাখি আমাদের কেও খালি হাতে ফিরিয়ে দিবেন না মানবতার নেত্রী, জাতির জনকের কন্যা শেখ হাসিনা। তিনি তার পিতার আদর্শে আদর্শিত হওয়ার কারণে জনগনের জন্য সব কিছু উজাড় করে দিয়ে যাচ্ছেন। আমরা আশাকরি আমাদের দুঃখ দুর্দাশার কথা তিনি উপলব্ধি করতে পারেন। আমরা বিশ্বাস করি জননেত্রী আমাদের দিকে নেক নজর দিয়ে এ সমস্যা সমাধান করে শিক্ষক সমাজে আরো স্মরনীয় হয়ে থাকবেন। এছাড়া আগামী মাসে তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকায় একটি সমাবেশের আয়োজন করেছেন। সেখানে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন বলে তারা জানান।

Check Also

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় দুই জেলে আটক

শ্যামনগর (সদর) প্রতিনিধি: পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনের নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।