ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনকে জরিমানা

ক্রাইমবার্তা রিপোটঃ  সাতক্ষীরায় ওজনে কম দেওয়ায় এক ফিলিং স্টেশন ও দুটি অয়েল লুব্রিকেন্ট দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় সদর উপজেলার ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনে ওজনে কম দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে পরিমাপে কম দেওয়ায় সাতক্ষীরা বাস টার্মিনাল সংলগ্ন দীপা পার্টস হাউসকে ১০ হাজার এবং আল্লাহর দান মটরসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান, জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়েছে। ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং ক্রেতা সাধারণকে প্রতারণা হতে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে।

Check Also

‘দেশকে কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে হবে’

আগস্ট বিপ্লবকে অর্থবহ ও মজবুত ভিত্তি দিতে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও বুদ্ধিভিত্তিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।