ক্রাইমবার্তা রিপোট:কক্সবাজারে পুকুরে ডুবে তিন শিশুসহ পৃথক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।
চকরিয়া উপজেলা : মঙ্গলবার সকাল ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বরইতলীর বানিয়ারছড়ায় মিউজিক পরিবহন ও ইটবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে পেকুয়া চৌমুহনী এলাকার নাছির উদ্দীনের ছেলে মো. কায়সার (২৮) ও মেহেরনামা এলাকার মঞ্জুর আলমের ছেলে নজির আলম (২৬) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।
চকরিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাশিম মজুমদার জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
মহেশখালী উপজেলা : মঙ্গলবার সকাল ৯টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে বজ্রপাতে মো. ফারুক (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ফারুক উত্তর সিকদার পাড়ার মোজাম্মেল হকের ছেলে ও মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মাহমুদুল্লাহ জানান, সকালের দিকে হঠাৎ বৃষ্টিপাত হলে বাবাকে সাহায্য করতে লবণ মাঠে যায় ফারুক। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।
সদর উপজেলা : মঙ্গলবার বিকালে কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার ‘বড় পুকুরে’ ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গোসল করতে নেমে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
এরা হলো- শহরের বইল্যাপাড়া ডি ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র রিগাম সুলতান লাবিব (১২) ও টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র গিয়াস উদ্দিন (১৩)।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, বেলা আড়াইটার দিকে দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।