জেএসসি-জেডিসিতে গড় পাস ৯৩.০৬%

ক্রাইমবার্তা রিপোট: অষ্টম শ্রেণির সমাপনী জেএসসি ও জেডিসিতে এবার গড় পাসের হার ৯৩ দশমিক ০৬ শতাংশ। গত বছরের তুলনায় গড় পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৭৩ শতাংশ।জেএসসি-জেডিসিতে গড় পাস ৯৩.০৬%

২০১৫ সালে গড় পাসের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ। গণভবনে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি ও জেডিসিতে ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন। এবার পাস করা শিক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে ৮৫ হাজার ৮৯৩ জন। মন্ত্রী আরও জানান, এবার মোট জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী। গত বছর এক লাখ ৯৬ হাজার ২৬৩ জন জিপিএ ৫ পেয়েছিল। এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫১ হাজার ৩২৫ জন। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে জেএসসি-জেডিসির ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। জেএসসি-জেডিসি পরীক্ষা গত ১ নভেম্বর শুরু হয়। শেষ হয় ১৭ নভেম্বর।

 

Check Also

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েবের অভিযোগে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।