তিস্তা নিয়ে বিকল্প প্রস্তাব মমতার

কলকাতা প্রতিনিধি | ৯ এপ্রিল ২০১৭, রবিবার, ১২:৫৮

তিস্তায় পানি নেই এমন যুক্তি দেখিয়ে তা বণ্টনের বিষয়টি এড়িয়ে বিকল্প প্রস্তাব দিয়েছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। বৈঠক শেষে মমতা নিজেই সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন। ভারতের রাষ্ট্রপতি ভবনেই মমতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সান্ধ্যভোজের আসরে আমন্ত্রণ জানান। মমতা সেই আমন্ত্রণ গ্রহণ করে গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে। সেই সময়ই মমতার কাছে তিস্তার পানিসহ পানির সামগ্রিক ব্যবস্থপনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন হাসিনা। তবে মমতা সাফ জানিয়ে দিয়েছেন তিস্তার পানি দেওয়া একরকম অসম্ভব।  তিনি জানিয়েছেন, বাংলাদেশ পানি পাক। সেটা তিনিও চান। কিন্তু তিস্তা যেভাবে পানিশূন্য হয়ে পড়েছে তাতে তিস্তা থেকে পানি দেয়া যাবে না। অবশ্য বিকল্প প্রস্তাব দিয়েচেন মমতা। তিনি বলেছেন, তোর্সা, জলঢাকাসহ  সহ আরও কয়েকটি নদীর পানি বাংলাদেশকে দিলে তার কোনও আপত্তি নেই। একই সঙ্গে মমতা জানিয়েছেন, দুই দেশের প্রধানমন্ত্রীকেই বলেছি বিষয়টি ভেবে দেখুন। প্রকারান্তরে মমতা বলটি ভারত সরকারের ঘরেই ঠেলে দিয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তরে পশ্চিমবঙ্গের অবস্থান জানিয়ে দেয়া হয়েছে।  শনিবার দুপুরে বাংলাদেশের প্রধানমšী¿ শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত আলোচনা ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন তাঁর এবং শেখ হাসিনার সরকার তিস্তা চুক্তির বিষয়টি দ্রুত সমাধান করতে পারবে। তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে উদ্ভূত সমস্যা শিগগিরই মিটে যাবে বলেও তিনি জানিয়েছিলেন।

Check Also

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনী পালে হওয়া: আজ মনোনয়নপত্র দাখিল

 দীর্ঘ চার বছর অপেক্ষার পর অবশেষে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী পালে হাওয়া লাগতে শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।