থনায় অভিযোগের এক ঘন্টায় চোরসহ মোবাইল উদ্ধার করলেন পুলিশ

 

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ থানায় মোবাইল চুরির অভিযোগ দায়ের করার একঘন্টার মধ্যে চোরসহ মোবাইল উদ্ধার করেছেন পুলিশ। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামে ঘটেছে। থানা ও সরেজমিন সুত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সভাপতি, বিষ্ণুপুর ইউপির বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান এর ব্যবহৃত মোবাইল রবিবার রাতে ২য়তলায় নিজরুমে ঘুমিয়ে থাকা অবস্থায় বালিশের পাশের থেকে সামস্যাং কোম্পানীর গ্ল্যাক্সি এ ফিপটি মোবাইল ফোনটি সুকৌশলে চুরি করে নিয়ে যায় কেবা কাহারা। সকালে মোবাইল চুরি হয়েছে কুঝতে পেরে সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে চোর সনাক্ত করেন। সে মোতাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদী হয়ে নবাগত অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নিকট অভিযোগ দায়ের করেন। তাৎক্ষনিক বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য থানার উপ পরিদর্শক জিয়ারত হোসনকে নির্দেশ দেন। তিনি দ্রত সিসিটিভির ফুটেজ দেখে বন্দকাটি গ্রামের হাফেজ নেছার উদ্দীনেরর পুত্র জালাল উদ্দীন (২৩) কে আটক করতে অভিযান চালান। চোর জালালকে না পেয়ে পুলিশ তার পিতা বানো হাফেজ নেছার উদ্দীন কে আটক করে ছেলে হাজীর করতে বললে তিনি মোবাইলে ছেলেকে বাড়িতে আসতে বলেন। পিতার আহবানে সাড়া দিয়ে আসলেই পুলিশ আটক করতে সক্ষম হন। পরে তার স্বীরোক্তিতে বাড়ীর কাঠঘর থেকে মোবাইল উদ্ধার হয়। জানাগেছে, বেলা ১১ টায় অভিযোগ দায়ের হওয়ার একঘন্টার মধ্যে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করলেন পুলিশ।

Check Also

অনার্স মাস্টার্স শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি :বৈষম্য অবসান কল্পে অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তির দাবির কর্মসূচিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।