বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনিয়মের অভিযোগ

অভয়নগর সংবাদদাতা -অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কথা উল্লেখপুর্বক ইউনিয়ন পরিষদের সদস্যরা উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) এবং উপজেলা সহকারী কমিশনার ভুমি এর নিকট গত ৬ আগষ্ট-১৭ এক অভিযোগ দায়ের করেছে। অভিযোগপত্রে ইউপি সদস্যদের পক্ষে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য গোলাম হোসেন স্বাক্ষর করেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে দীর্ঘ ৪ মাস মাসিক মিটিং না করা,জরুরি সভাগুলি না করে নিজস্ব চিন্তা চেতনায় সিদ্ধান্ত গ্রহণ করা, নিজের ইচ্ছামত প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন কমিটি গঠন করা এবং দুই/একজন পকেট মেম্বর দিয়ে সকল কাজ করাসহ নানাবিধ অভিযোগ সম্বলিত অভিযোগপত্র দাখিল করে। এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার জনাব মনদীপ ঘরাই এর নিকট জানতে চাইলে তিনি অভিযোগপত্র প্রাপ্তির কথা স্বীকার করে বলেন,খুব শীঘ্রই এব্যাপারে শুনানি হবে এবং তারপর সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য চেয়ারম্যান বাবুল আক্তার চেয়ারম্যান হওয়ার পর সমন্বয়হীনতার কারণে ইউপি সদস্যদের মধ্যে ব্যাপকভাবে অসন্তোষ বিরাজ করছে বলে ইউপি সদস্যদের কাছ থেকে জানা যায়।

Check Also

খুলনার পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষ, নিহত ১

খুলনার পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রি করা নিয়ে সংঘর্ষে ফজর গাজী নামের এক বৃদ্ধ নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।